মোঃ আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধিঃ
দেশের গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না । ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা কালাকানুনের কারনে সব সময় সাংবাদিকরা অজানা আতংকে রয়েছেন। মুজিব সরকার চারটি সংবাদপত্র হাতে রেখে অন্য সবগুলো বন্ধ করে শত শত সাংবাদিক বেকার করেছিলেন। চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করেন তারা। কিন্তু আজ তার চেয়েও অবস্থা খারাপ। কারন ইতোমধ্যে দিগন্ত টিভি, ইসলামিক টিভি , আমাদের দেশপত্রিকা সহ অসংখ্য পত্রিকা বন্ধ করে শত শত সাংবাদিক বেকার করা হয়েছে। সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কারাগারে আটকে রাখা হচ্ছে সাংবাদিকদের। সিনিয়র সাংবাদিক বিএফইউজেথর সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সিনিয়র সাংবাদিক সাদাত হোসাইন সহ অনেক সাংবাদিক লেখক আজও মিথ্যার মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া অনেক সাংবাদিক মিথ্যা মামলায় আসামী হয়েছেন। তাই অবিলম্বে সাংবাদিক নিযার্তন বন্ধ, বন্ধ সকল মিডিয়া চালু, মিথ্যা মামলা প্রত্যাহার , গ্রেফতারকৃতদের মুক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নইলে দেশের সাংবাদিক সমাজ দূবার্র আন্দোলন গড়ে তুলবে। ১৬জুন সংবাদপত্রে কালো দিবস উপলক্ষ্যে বুধবার অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেইউবি সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নয়াদিগন্ত বগুড়া অফিসের ষ্টাফ রিপোটার্র আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান, কোষাধ্যক্ষ অঅব্দুল হাকিম রুমন, সানাউল হক শুভ, প্রতিক ওমর, ইকবাল হোসেন, মিজানুর রহমান, সেলিম হোসেন ,সাফিউল ইসলাম প্রমুখ।