মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বগুড়ায় ছাত্রলীগের দ’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে একজনসহ কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলো- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তাকবির ইসলাম খান (২৪), সদস্য জাহিদ হাসান (২৩) ও দুলাল হোসেন (২২)। তারা তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মোটর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে আপাতত: সমাধান হয়। কিন্তু রাত ৯টার দিকে এ ঘটনার জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তাকবির ইসলাম পেটে ও মাথায় আঘাত পান এবং অপর দুজন জাহিদ ও দুলাল মারপিটে আহত হয়। তাদের তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের তাকবিরের অবস্থা গুরুতর বলে জানাগেছে। এ ব্যাপারে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান তিতাস জানান, ‘আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা দলীয় কোন বিষয় নয়, ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে। বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টি শুনেছি।’
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …