মোঃ আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনন্তা করায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাদল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন বগুড়াথর সাবেক সাধারণ সম্পাদক ও ফটো জানার্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশীদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়াথর যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী রোকন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, শেরপুর উপজেলা কমিটির সভাপতি ও জেলার সদস্য শফিকুল ইসলাম শফিক, জবজ টিভির জেলা প্রতিনিধি মোছাব্বর হাসান মুসা। জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সদস্য সাইদুর রহমান সাজুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন দীপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠর জেলা প্রতিনিধি এসএম আবু সাঈদ, দৈনিক মানবজমিনর জেলা প্রতিনিধি প্রতিক ওমর, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার অর্থ সম্পাদক আব্দুল হাকিম, জেলা টিভি ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সদস্য জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইউনুছ উদ্দীন, আবুল কালাম আজাদ বাবু, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা, সাংবাদিক আবু তালহা সেলিম, নজরুল ইসলাম, মাসুদ বাবু, আঃ সালাম, শহিদুল ইসলাম আকাশ, সাখাওয়াত হোসেন, আবু তৌহিদ হাসান, রিপন, রাজু প্রমূখ। বক্তাগণ বলেন, রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনাকে স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি। একজন নারী সাংবাদিকের ওপর স্বাস্থ্য বিভাগের এহেন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করা হয়। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয়।
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …