মোঃ আব্দুল ওয়াদুদ , বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ¯স্ট্যাটাস দেয়ার অভিযোগে দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি আকতারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩ টায় তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
সাংবাদিক আকতারুজ্জামানের পিতা রফিকুল ইসলাম জানান, ‘রাত ৩ টায় ১২ জন ডিবি পুলিশ আর ডা. সামির হোসেন মিশু আমার বাড়িতে আসে। এসে আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। কেন আটক করা হয়েছে জানতে চাইলে তারা কোন অভিযোগ এর কথা তখন বলেননি। আমি অনেক অনুরোধ করলেও তারা আমার ছেলেকে ছাড়েনি। বগুড়া সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লার্ক শামীমা আক্তার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রোববার বিকেলে আদালতের মাধ্যমে আকতারুজ্জামানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে, সাংবাদিক আকতারুজ্জামানকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস এক বিবৃতিতে সাংবাদিক আকতারুজ্জামানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে আকতারুজ্জামানকে মুক্তি দেওয়ার জোর দাবী জানান।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …