মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ
আজ বগুড়ার শেরপুরে পানিতে ডুবে জেমি খাতুন (১০) ও মিম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। রোববার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জেমি খাতুন (১০) ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে মিম খাতুন (১০)
মৃতদের স্বজনরা জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্ট এ কাজ করার কারণে সে নানীর কাছে থাকতো। রোববার সকালে মিম ও তার মামাতো বোন জেমিসহ সমবয়সী কয়েকজন মিলে পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে পা পিছলে জেমি পুকুরে পড়ে গেলে মিম তাকে তুলতে পুকুরে নামে। এসময় দুজনই পুকুরে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্যরা এ সময় চিৎকার শুরু করলে এলাকাবাসী ও তাদের স্বজনরা গিয়ে পুকুর থেকে দু-জনের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মৃত দু-জনের পরিবারের কোন অভিযোগ না থাকলে দাফনের অনুমতি দেয়া হবে।