মোঃ আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রবিউল ইসলাম (৩০) নামের পুলিশের এক এস আই কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এই ঘটনা ঘটে। পরে তাকে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম জানান, আহত রবিউল ঘটনার পর পরে আমাদেরকে জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত আছে। তিনি আরও জানান, আহত অবস্থায় রবিউল জানিয়েছেন, ৪ থেকে ৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে। তারা কেন এ হামলা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, রবিউল আজিজুল হক কলেজে হাটাহাটি করছিল। এসময় অজ্ঞাত কিছু মানুষ তার উপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা এখনও আমরা নিশ্চিত নই।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …