মো: আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক বগুড়া ভবনের অভ্যন্তরে ছাদ নির্মাণের লোহার সাটারিং পড়ে ৩ গ্রাহক মারাত্মকভাবে আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টায়,ঐ ঘটনার পর ২ ঘন্টা স্বাভাবিক কার্যক্রম বন্দ ছিল। ঘটনার পর পুলিশ ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়। আহতরা হলেন বগুড়া শহরের নাটাই পাড়ার জীবন (৪০) ,রহমান নগরের আরমান আলী (৩৮) ও একই এলাকার সাজ্জাদ আলী নয়ন (৩৫)।কালিতলা এলাকার সজল সরকার জানান ,তিনি সঞ্চয় পত্রের সুদের টাকা তুলতে বাংলাদেশ ব্যাংকে আসেন। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে বিকট শব্দে তাকিয়ে দেখেন ছাদ নির্মানের লোহার সাটারিং এর নীচে ৩জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় ভেতরের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা চিৎকার করে ভয়ে এদিক সেদিক ছুটতে থাকে। পরে আহতদের উদ্ধার করে ব্যাংকের কর্মচারীরা হাসপাতালে নিয়ে যান। ঐ ঘটনার পর দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়।অনেক গ্রাহক চলে গেলেও যারা বই ও টোকেন জমা দিয়েছিলেন তারা বাইরে বারান্দায় অবস্থান নেয়। বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান,৭ বছর আগে থেকে ব্যাংকের ছাদ দিয়ে পানি পড়ছিল। ছাদ নষ্ট হওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নির্মানের জন্য টেন্ডার আহবান করা হয়। কাজটি পেয়েছে গ্লোবাল এন্টারপ্রাইজ।ব্যাংকের কার্যক্রম অন্য কোথাও সরিয়ে নেয়ার বিকল্প জায়গা না থাকায় গত শনিবার থেকে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। একই সাথে ভেতরে নির্মানকাজও চলতে থাকে।হঠাৎ কিভাবে সাটারিং এর লোহার পাইপ পড়ে গেল তা এখনও জানা যায়নি। ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাজীব জানান,আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সাজ্জাদ হোসেন নয়নের অবস্থা গুরুতর।বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান গ্লোবাল এন্টারপ্রাইজের সুপারভাইজার সুরমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …