মো.আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অপ্রাপ্ত বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের ঘটনার মূল আসামী মোয়াজ্জেম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সে নন্দীগ্রাম থানার মোঃ আয়েজ মন্ডলের পুত্র বলে জানা গেছে। র্যাব জানায়, আসামী মোয়াজ্জেম বুদ্ধি প্রতিবন্ধি এক শিশুকে তার বাড়ীতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণপূর্বক ঘরে তালাবদ্ধ করে রাখে। এসময় ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন (৩০) দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় গত ১৮ জুলাই মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি দল বগুড়া জেলার আদমদিঘী থানাধীন কুন্দগ্রাম-কুশবাড়ীগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে মূল আসামী মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …