মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সমাজের অর্ধেকই নারী। তারা দেশ গঠনে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা বেশী ভালো করেন। তাই নারীদের অবহেলা করলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না। তিনি বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে আগামী দু’দশক পর উন্নত রা্েষ্ট্র পরিণত হবে। এ জন্য তিনি ছাত্রীদের সেভাবে গড়ে উঠার আহবান জানান। তিনি বুধবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিশ^ সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে উক্ত স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পদক ও সনদপত্র প্রদান করা হয়। জেলা প্রশাসক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, প্রবীন শিক্ষাবিদ শ্যামল ভট্রাচার্য্য, একাত্তরে ঘাতক দালাল নিমূর্ল কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিষ্টার তুরিন আফরোজ, ডাক্তার আরশাদ সাইদ, টি জামান নিকেতা ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ায় মেধাবীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করলেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …