মো: আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহনেওয়াজ শাওনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বগুড়া টেলিভিশন রিপোর্টারস ইউনিটি ও ক্যামেরাপার্সন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রহিম বগ্ড়ার সভাপতিত্বত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক চপল সাহা, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। দাবী মানা না হলে বগুড়ার সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেওয়া হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ায় যমুনা টেলিভিশন ক্যামেরাপার্সন শাওনের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …