মো. আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মাহমুদুল আমীন তমালকে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসীরা রিক্সা থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। বর্তমানে সে আহত অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা গেছে, মালগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মোঃ আব্দুস সালাম আকন্দের ছেলে মাহমুদুল আমীন তমাল প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে রিক্সাযোগে বাসায় যাওয়ার পথে খান্দারের মাহবুবনগর এলাকায় পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসীরা তমালকে রিক্সা থেকে নামিয়ে কয়েকজন মিলে কিল ঘুষি ও বাটাম দিয়ে মারধর করে। এ সময় একজন চাকু বের করে মারতে উদ্যত হলে তমাল কৌশলে দৌঁড় দেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তমালকে স্থানীয়রা উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালের সার্জারি বিভাগের ৪০নং বেডে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ছাত্রের বাবা বলেন, ছেলেকে স্কুলে পাঠিয়ে খুবই উদ্বিগ্ন থাকি। কারণ দিনের বেলায় এভাবে অতর্কিত হামলা হবে এটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি সন্ত্রাসী যেই হোক তার শাস্তির দাবি জানান। অপরদিকে ছাত্রের সহপাঠীরা বুধবার সকাল ১০টায় স্কুল গেটে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা প- হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Check Also
বিশ্বের তৃতীয় বৃহৎ আপেল আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা …