আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: আসন্ন বগুড়া পৌরসভা নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) ৩৫ দফা সম্বলিত নিবার্চনী ইস্তেহার ঘোষণা করেছেন। ইস্তেহারে তিনি নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার সমস্যা সমাধান, অবকাঠামো উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর ইস্তেহার ঘোষণা করেন। ইস্তেহারে তিনি বলেন, বগুড়া দেশের সবচেয়ে বড় পৌরসভা। সরকারের বিমাতা সুলভ আচরনের কারনে হাজারো সমস্যায় ডুবে রয়েছে পৌরসভা। সরকারের বার্ষিক উন্নয়ন বরাদ্ধ উপজেলা সদরের পৌরসভার মতো। আবার বিশেষ কোন প্রকল্প নেই। ফলে পৌর পরিষদ নিজস্ব আয় দিয়ে কাংখিত উন্নয়ন করতে পারে না। তিনি বলেন, সকল যোগ্যতা থাকা সত্বেও বগুড়া পৌরসভাকে সিটি কপোর্রেশন করা হয়নি। বগুড়াকে বঞ্চিত করে রংপুর , ময়মনসিংহ, কুমিল্লা, পৌরসভাকে সিটি কপোর্রেশন করা হয়েছে। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, বর্ধিত এলাকাসহ সকল ওয়ার্ডে নাগরিক সুবিধার লক্ষ্যে মাষ্টার প্লান তৈরী, সিটি কপোর্রেশনে রুপান্তরে জনদাবীকে সংগঠিত করা, ওয়ান ষ্টপ সার্ভিস চালু, পৌর অফিস জনবান্ধব করা, সপ্তাহে এক দিন মেয়রের একটি ওয়ার্ড পরিদর্শন, পৌর মার্কেট গুলোর বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান, সাংবাদিকদের ক্যলাণে কাজ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরসভার উন্নয়নের জন্য সরকারের সহায়তা চাইবো। তিনি আরো বলেন, কর বৃদ্ধি না করে পৌরসভা দূর্নীতিমুক্ত করে নাগরিক সৃুবিধা বাড়ানো হবে। তিনি অভিযোগ করেন, নিবার্চনী বিধি লংঘন করে কালো টাকার ব্যবহার হচ্ছে এমন অভিযোগ নিবার্চন কমিশনে দিলেও কোন পদক্ষেপ নেয়্ াহয়নি। তিনি ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু, একেএম আহসানুল তৈয়ব জাকির, তাহা উদ্দিন নাহিন, দেলোয়ার হোসেন পশারী হিরু, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।