মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামী জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধায় জেলা পুলিশ তাকে ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে বগুড়ায় আনে। এরপর আজ দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ অধিকতর জিঙ্গাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের রাতে উপশহর এলাকায় শাহীনকে ছুরিকাহত ও কুপিয়ে হত্যা করা হয়। দুদিন পর মঙ্গলবার নিহতের স্ত্রী আক্তার জাহান শিল্পী বাদী হয়ে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (৩) এর বিচারক বিল্লাল হোসেনের আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে তিনি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পুলিশ শাহীন হত্যা মামলার প্রধান আসামী আমিনুলকে রাজধানী ঢাকার মতিঝিল থেকে গ্রেফতারের পর রাতেই বগুড়ায় নিয়ে এসে দুপুরে আদালতে হাজির করে। এনিয়ে এই মামলায় মোট ৩জন গ্রেফতার হল। এর আগে গ্রেফতার হওয়া অপর ২ আসামী পায়েল ও রাসেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। গত ১৮ এপ্রিল বগুড়া পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঁইয়া নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জের ধরেই হত্যাকান্ডটি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেছে, ১৪ এপ্রিল সন্ধ্যায় মোটর মালিক গ্রুপের এক নেতার অফিসে এক গোপন বৈঠক হয়। ওই বৈঠকে শাহীনকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে এই হত্যাকান্ডে অংশগ্রহণ করে। কিন্তু তখন মোটর মালিক গ্রুপের কোন নেতার অফিসে এবং সেখানে মোটর মালিক গ্রুপের আরও কোন কোন নেতা ছিলেন সেটা তিনি জানাননি।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …