খবর বিজ্ঞপ্তিঃ বগুড়া র্যাব-১২ বগুড়া একটি আভিযানিক দল ১২ জানুয়ারি ২০২১ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী হাট মোড়স্থ দেবাশীষ স্টোরের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব (২২), পিতা-মোঃ মজিবুল ইসলাম, সাং-টেপরীগঞ্জ, থানা-দেবীগঞ্জ ও জেলা-পঞ্চগড়’কে সর্বমোট= ৯৭ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল এবং ০২ টি সীমকার্ড সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …