মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিএনপি, আ’লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ ও সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সাধারন সম্পাদক নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা সভাপতি মনসুর রহমান, মুসলীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠু। বেলা ২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী জিএম সিরাজ। একই সময় অপর প্রার্থী রেজাউল করিম বাদশাও তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামও ফজলুল বারী বেলাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, আহসানুল তৈয়ব জাকির, একেএম তৌহিদুল আলম মামুন, অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী, মাফতুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, নাজমা আক্তার প্রমুখ। এর আগে বেলা একটার দিকে আওয়ামীলীগ প্রার্থী টি জামান নিকেতা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু, রেজাউল করিম মন্টু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, খাদিজা খাতুন শেফালী, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট আমানুল্লাহ, যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন প্রমুখ।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …