মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে চূড়ান্ত ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে প্রতিক বরাদ্দ করা হয়। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ। সভায় জেলা প্রশাসক ফয়েজ আহমদ ও পুলিশ সুপার আলী আশরাফ ভ’ইয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিক প্রাপ্ত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপি মনোনীত একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোকছেদুল আলম (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল কাদের (বটগাছ), বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির মো. রনি (বাঘ) স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)। সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, প্রতিদন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়ার পর প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। আগামী ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুিষ্ঠত হবে। এ আসনে মোট ভোটার তিন লাখ আট হাজার ৯০২ জন।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …