বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়া-১( সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। বগুড়ার গুরুত্বপূর্ণ এ আসনটিতে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এ সিদ্ধান্ত দেন বিএনপি’র মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের সাথে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …