বাঙালি বার্তা ডেস্কঃ বাংলাদেশ যুব ছায়া সংসদ ও অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে খাদ্য ও শিক্ষাসহ সকল মৌলিক অধিকার বাস্তবায়নের অঙ্গিকার চেয়ে সারাদেশের ৩০০ টি সংসদীয় আসনে ২৬টি জনদাবী সম্বলিত লিফলেট বিতরণ করছে। প্রার্থী ছাড়াও দাবীগুলোর স্বপক্ষে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের হাতেও লিফলেট তুলে দিচ্ছেন বাংলাদেশ যুব ছায়া সংসদ এর যুুব ছায়া সংসদ সদস্যবৃন্দ এবং প্রচারণায় সহযোগী সংগঠনগুলো। তারই অংশ হিসেবে বগুড়া এবং এর আশেপাশের সংসদীয় আসনগুলোতে প্রচারণা চালাচ্ছে হাসনাহেনা খেলাঘর আসর, উন্নয়ন ধারা ও মুক্তাঙ্গন এর বাংলাদেশ যুব ছায়া সংসদে প্রতিনিধিত্বকারী যুব ছায়া সংসদ সদস্যরা।
প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে বগুড়ার সোনাতলায় বগুড়া-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, বগুড়া বিএমএ সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু,স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডা: সামির হোসেন মিশু, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, বালুয়াহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান কবির এর কাছে আলাদা আলাদাভাবে লিফলেট তুলে দেন বাংলাদেশ যুব ছায়া সংসদ এর যুব ছায়া সংসদ সদস্য সিজুল ইসলাম বগুড়া-৬, মোহাম্মদ শিহাব বগুড়া-৫, নওশীন জাহান নীহা চাঁপাইনবাবগঞ্জ-২, মেহেদী হাসান সজীব চাঁপাইনবাবগঞ্জ-৩, আহনাফ সোভিক নরসিংদী-৩, সিরাজুম মনীরা রাজশাহী-৩।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানকে জনদাবী সম্বলিত লিফলেট প্রদান করলো যুব ছায়া সংসদের সদস্যগণ
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …