নদীর নাম বাঙালি, তীরবর্তী মানুষও জাতিতে বাঙালি। স্রোতস্বিনী বাঙালির বুকে দামাল কিশোরের দুরন্তপনা, ক্লান্ত কৃষকের জল গ্রহণ, জেলের মাছ আহরণ, পল্লী বধূর অবগাহন-এসবই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালি জাতিসত্তার মিথে। এ মিথ সদাই শাণিত করছে আমাদের চেতনাকে।
বাঙালি নদীর ও বাঙালি জাতিসত্তার সে বাঙালিয়ানাকে তুলে ধরতে, প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রান্তিক ঘটনাগুলোকে জানাতে ও ইতিবাচক বাংলাদেশ গড়তে ‘বাঙালি বার্তা ডটকম’ এর এ পথচলা। কোটি বাঙালি যুক্ত হয়ে এ পথচলাকে প্রাণময় করবে-এ আমাদের দৃঢ় আশাবাদ।
সম্পাদকঃ ইকবাল কবির লেমন
খুব ভাল লাগলো। অনেক শুভকামনা রইলো।