ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাওয়াত খেয়ে বাড়ী ফেরা হলোনা নাজমা বেগমের (৫০)।
৯ মার্চ সোমবার দুপুরে নাজমা বেগম বগুড়া শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের বকুলপুর গ্রামে খালার বাড়ীতে দাওয়াত খেয়ে ছোটভাই আবু সাঈদের সঙ্গে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর পৌঁছলে সড়কে একটি বাছুরের পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দু’জন আরোহি ভাই-বোন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে নাজমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত নাজমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগম বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম আকন্দের স্ত্রী।