ইকবাল কবির লেমন
বিখ্যাত বাউল সকুমারকে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী দিলেন সোনাতলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার প্রিয়তোষ সাহা। সোমবার দুপুরে তাঁর পক্ষে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে অনুদান হিসেবে ৫ হাজার নগদ টাকা ও ৫ হাজার টাকার খাদ্যসামগ্রী বাউল সুকুমারের হাতে তুলে দেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন ও আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল।