ইকবাল কবির লেমনঃ বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী সুকুমারের পাশে দাঁড়ালেন বগুড়ার সোনাতলা উপজেলার মানবিক ইউএনও শফিকুর আলম। প্রথম আলো পত্রিকায় বিখ্যাত বাউল সুকুমার বাউলের কষ্টের কথা দেখে তিনি শনিবার সন্ধ্যায় সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে গুণী এ বাউল শিল্পীর খোঁজ-খবর নিতে ছুটে যান। তিনি বাউল সুকুমারের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও তাঁর কল্যাণে আরও কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান ও আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …