বাঙালি বার্তা ডেস্কঃ রোববার সন্ধ্যায় সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দুর্জয় সাহিত্য গোষ্ঠী ও সোনাতলা থিয়েটা্রের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে প্রফেসর রফিকুল আলম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল , দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন ও আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল। অনুষ্ঠান সঞ্চালন করেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল।
প্রচ্ছদ / সাহিত্য-সংস্কৃতি / বিজয় দিবসে সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
Check Also
শিক্ষার্থীদের মাঝে আলোর প্রদীপ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার (১৭ জুন) বিকালে আলোর প্রদীপ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে “বাহার উদ্দিন দরিদ্র …