‘বেশী করে বৃক্ষ রোপন করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন’ এই শ্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবার । শনিবার সকালে সোনাতলা উপজেলার শাহবাজপুর, বিশুরপাড়া সহ বিভিন্ন স্থানে ও পার্শবতী হিয়াতপুর ও বাইগুনী গ্রামে বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আসাদুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম রাজা, পরিবেশ উন্নয়ন পরিবার এর সভাপতি ইমরান এইচ মণ্ডল,সমাজ কর্মী রাশেদুজ্জামান রণ, হিয়াতপুর সোসাইটির সমন্বয়ক জাকিউল জিবু, পরিবেশ উন্নয়ন পরিবার এর সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সদস্য আতিকুর, রবিন সহ অনেকে। বৃক্ষরোপণ ও বিতরণ শেষে পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, পাখি ও গাছের ভূমিকা সম্পর্কে আবগত করে ও লিফলেট বিতরণ করে।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ উন্নয়ন পরিবার এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
Check Also
গোবিন্দগঞ্জে কোচের সাথে পিকআপের সংঘর্ষে ২ জন হতাহত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচের সাথে বিপরীত …