সাজেদুর আবেদিন শান্তঃ আসছে সাবরিনা সাবার সুফি গান “পাপী”
বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী সাবরিনা সাবা৷ “পৃথিবী অনেক বড়”, ” জনম জনম”সহ বেশকিছু গান দিয়ে আলোচনায় আসেন এই শিল্পী। আজ প্রকাশিত হতে যাচ্ছে তার কণ্ঠে, ইকবাল খন্দকারের কথায়,বেলাল খানের সুরে, জেকে মজলিশের সংগীতে সুফী গান “পাপী”। বসুধা মিউজিক চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে বলে জানান তিনি।
Check Also
বগুড়ায় মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে সোনাতলা থিয়েটারের নাটক
বাঙালি বার্তা ডেস্কঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার উদ্যোগে ও জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় মুজিবশতবর্ষ ও …