ইমরান এইচ মণ্ডল,বাঙালি বার্তাঃ সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালূয়া (কারিগরপাড়া) গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান প্রায় ২ বছর যাবত মাথায় ও চোখে টিউমারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা অভাবে মানবেতর জীবন যাপন করছে।
মাথায় টিউমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। বৃদ্ধ জিল্লুরের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। যা সম্বল ছিলো তা দিয়ে তিনি বগুড়া গ্রামীন জীসী,মিশন হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন যায়গায় চিকিৎসা করে সে এখন নিঃস্ব প্রায়। তিনি সমাজের বিত্তবানদের কাছে অপারেশনের জন্য সহযোগিতা পাওয়ার আশায় হাত বাড়িয়েছেন। জিল্লুর রহমান বলেন, ‘সমাজের দানশীল ব্যাক্তিদের কাছে আমার আকুল আবেদন আমার চিকিৎসার জন্য যেন সবাই সহযোগিতার হাত বাড়ায়। সবার সহযোগিতায় হয়তো আমি ভালো হতে পারি। আপনাদের একটু সহযোগিতায় হয়তো আমি ফিরে পাব আমার বেঁচে থাকার আশা।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
০১৭১০১৮৭৬৬৫ হেলাল উদ্দিন-(জিল্লুর রহমানের ছোট ভাই)
Check Also
বগুড়ায় আমাদের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আব্দুল ওয়াদু্দ,বগুড়া প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২ …