চলে গেছো বহুদূর দেশে
ক্ষণেক এসে ফির চলে যাবে ফিরে,
নিরুদ্দেশ পথিকের বেশে
বনচারী তুমি পাখিদের ভিড়ে ভিড়ে।
কত চর কত তর
দিনভর কতো জল বেয়ে যাবে তুমি,
খরায় তপ্ত বালুচর
পারি দিতে হবে কত অনাবাদী ভূমি।
ভাসিয়াছ পাষাণ তরী
সাতশত তেরো নদী হয়ে পারা পার,
আমি ঘাটে জল ভরি
আসা—যাওয়ায় দেখি নাকো আর।
কত উজান ভাটিতে রবে?
তরী নিয়ে এ ঘাটে ফিরে আসো যদি,
কলসে জল ভরি তবে
অপেক্ষায় রবো ঘাটে হয়ে নিরবধি ।
নেই কর্ম কোলাহল
সন্ধ্যার বাঁশবনে ছায়া ঘিরে ঘিরে,
নেই কারও চলাচল
তুমি শুধু স্বপ্নে আসো ফিরে ফিরে।
দোলে মন করে আনচান
আমি তুমি; তুমি আমি দু’জনে বসি
তখনো আমি নিষ্প্রাণ
নিশিতে কপালে তোমার তিলক শশী।
Check Also
শিক্ষার্থীদের মাঝে আলোর প্রদীপ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার (১৭ জুন) বিকালে আলোর প্রদীপ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে “বাহার উদ্দিন দরিদ্র …