ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বগুড়ার সোনাতলায় দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরাম পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরী্র পায়ে চালিত ভ্যানটি ব্যাটারি চালিত অটোভ্যানে রুপান্তরিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরাম পরিবার কে অনুদান হিসেবে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন। তিনি ব্যক্তিগত অনুদান হিসেবে ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমকে আরও গতিশীল করে আলোকিত সমাজ গঠণের জন্য এ অর্থ প্রদান করেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফোরামের পক্ষে অনুদান গ্রহণ করেন ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের সমন্বয়কারী সৈকত খান, সহ-সভাপতি আর জামান সুমন ও এবি রাব্বী।
প্রচ্ছদ / বগুড়ার খবর / ভ্রাম্যমাণ লাইব্রেরীর ব্যাটারীচালিত ভ্যানের জন্য অনুদান দিলেন সোনাতলার ইউএনও শফিকুর আলম
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …