
যেওনা ভিড়ের মাঝে ,
সচেতন হও সকলে ভাই
কথায় নয় কাজে ।
বললে ডানে বায়ে যাই
নিষেধ মানি না ,
নিয়ম কানুন না মানাতে
বিপদ এসে দেয় ঘা ।
ইচ্ছামত চলো না কেউ
মহামারীর সন্ধিক্ষণে ,
জীবন মোদের বড়ই মূল্যের
রাখো সেটা মনে ।
নেবনা তাই জীবনের ঝুঁকি
পরবো সবাই মাস্ক ,
হাট বাজারে যেথায় যাবো ই
ঢাকা থাকবে মুখ নাক ।
স্বাস্থ্য বিধি মানলেই হবে
সুরক্ষিত এ ভুবন ,
করোনা ভাইরাসের কবল থেকে
বাঁচবে সবার জীবন ।
(উত্তর দিনাজপুর জেলা,ভারত)