বাঙালি বার্তা ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় ১২৫ গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর প্রদান উদ্বোধনের মধ্য দিয়ে ভূমিহীন ‘ক’ শ্রেণির ‘জমি নেই ঘর নেই’ সোনাতলায় এমন ১২৫টি পরিবারকে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির প্রথম পর্যায়ে ঘর প্রদানের দলিল হস্তান্তর করা হয়। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলেনিয়াম হলরুমে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালে ঘর প্রদানের দলিল হস্তান্তর করা হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ,সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।
Check Also
বগুড়ায় আঞ্চলিক যুব কেন্দ্রে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মশালা
ইমরান এইচ মণ্ডল,স্টাফ রিপোর্টার, বুধবার বেলা এগারোটায় আঞ্চলিক যুব কেন্দ্র বগুড়ায় “জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক …