শ্রমিকেরা সারা দিন খাটে
ঝরায় তাদের ঘাম
তবুও পায় না তারা
সঠিক শ্রমের দাম।
বড় বড় স্থাপনা
শ্রমিকের হাতে গড়া
তবু আজ তারা মজুরি
না পেয়ে হয়েছে আধ মরা
কাজ করে তারা মজুরির জন্য
পায় না সঠিক বেতন
ন্যায্য বেতন চাইতে গেলে
মালিক করে নির্যাতন
কর্মজীবী মানুষ ওরা
এই দেশেরই লোক
সবসময় পাশে তাদের
থাকবো অপলক।