মিনাজুল ইসলাম, সুখানপুকুর প্রতিনিধিঃ সোনাতলা উপজেলার কৃতি সন্তান, যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার মোঃ তানজিদ হাসান তামিমকে হৃদয়ের উষ্ণ ভালোবাসায় বরণ করে নিল সোনাতলা উপজেলাবাসী। শুক্রবার অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহ-অধিনায়ক তানজিদ হাসান তামিমকে বরণ করে নিলেন সোনাতলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর নিউ স্পোর্টিং ক্লাবের সদস্য ও দিগদাইড় ইউনিয়নবাসী। ওইদিন সন্ধ্যা ৭ টায় সহ অধিনায়ক তানজিদ হাসান তামিমকে বহনকারী মাইক্রোবাস সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নিজ গ্রাম ফাজিলপুর পৌঁছলে রাস্তার দু’পাশ থেকে ক্রিকেট প্রেমিক ও সাধারণ জনগন তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় ক্রিকেটার তামিমের বাবা উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তৃতা দিতে গিয়ে আবেগঘন পরিবেশে কান্নায় ভেঙ্গে পড়েন। ক্রিকেটার তামিমকে সংবর্ধনা ও কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, কর্পূর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম, তামিমের বাবা ডাঃ তোজাম্মেল হক, ডাঃ আব্দুর রহমান, কর্পূর নিউ স্পোর্টি ক্লাবের সভাপতি আবু শিহাব মোঃ ছোটন, কর্পূর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহিম আলী, ইউপি সদস্য লুৎফর রহমান শিবলু, সাংবাদিক মিনাজুল ইসলাম প্রমুখ।
ক্রিকেটার তানজিদ হাসান তামিম সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মোঃ তোজাম্মেল হক ও মাতা মোছাঃ রেহেনা খাতুনের পুত্র।
Check Also
মেসির জোড়া গোলে জয় পেল বার্সেলোনা
ইমরান এইচ মণ্ডলঃ স্প্যানিশ লা লিগায় বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাও’র মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। শুরুতে পিছিয়ে …