যারই অসীম ত্যাগে আমি
দেখি পৃথিবীর মুখ,
আমার সুখে যিনি খুশি
সে খুশি তে সুখ।
নিজে খাবার রাখেন যিনি
আমার জন্য তুলে,
কিসের টানে যাবো আমি
মায়াবীনি কে ভুলে।
তিনি যে জন্মদাত্রী মা
তিনি আমার গর্ব,
ঝড় ঝাপটা আগলে রেখে
করেনি কোনো খর্ব।
আমার প্রাপ্তি অবদানের
রয়েছে ঘিরে যাকে,
কোনো দিন হয়নি বলা
ভালবাসি মাকে।
তুমিই সেরা তুমিই শ্রেষ্ঠ
থেকো পাশাপাশি,
তুমি স্বর্গ তুমি জান্নাত
তুমি সুখের রাশি।