মো. আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : রোটাবর্ষ শুরু উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে বুধবার বাদ যোহর বগুড়া সদরের বুজরুকবাড়িয়া ফকিরপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আহার প্রতিদিন (গবধষং ঊাবৎুফধু) প্রজেক্টের আওতায় ৫০ জন এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, সেক্রেটারী রোটা. মো. রেজাউল হক, আহার প্রতিদিন কমিটির চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, ডাইরেক্টর রোটা. মো. শাহীন কাদির, ট্রেজারার রোটা. সাখাওয়াত হোসেন টমাস, রোটা. সোহরাব হোসেন উজ্জল, সার্জেন্ট-এট-আর্মস রোটা. আবু তাহের মেসবাহ, রোটা. মো. মনজুর কাদের, রোটা. আবু হেনা মোস্তফা কামাল, অফিস সহকারী মো. হাবিব, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট আবু বক্কর সিদ্দিক, পাস্ট প্রেসিডেন্ট আইনুর ইসলাম, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওঃ মোঃ মেহেদী হাসান, অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ইব্রাহীম হুসেন সাকিদার, হাফেজ মোঃ ইব্রাহীম হুসেন, ক্বারী মোঃ রাশেদুল ইসলাম, হাফেজ মাওঃ মোঃ আঃ কাদের, মোছাঃ লায়লী বেগম প্রমুখ।