বগুড়া প্রতিনিধি : শুক্রবার সকাল ১০টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে সারিয়াকান্দির বন্যাদুর্গতদের পূনর্বাসনে ৭৫ জন নারী ও পুরুষের মাঝে মোট ২ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। রোটারী ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় বন্যাদূর্গতদের পূনর্বাসনের জন্য নগদ টাকা বিতরণ করেন প্রধান অতিথি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাসেল মিয়া। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোরশেদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিপি রোটা. মামদুদুর রহমান শিফন, ডিস্ট্রিক্ট এডিশনাল সেক্রেটারি রোটারিয়ান মো. মাহতাব উদ্দিন, সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোরশেদ, সারিয়াকান্দি থানার এসআই সুব্রত কুমার ঘোষ, উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো. সারোয়ার আলম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. হাসেম আলী, রোটারী ক্লাব অব বগুড়ার এ্যাসিসট্যান্ট গভর্নর রোটা. সাহাবুদ্দিন সৈকত। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা প্যারাগনের রোটা. লাবণী রহমান লাবণ্য, বন্যাদূর্গতদের পুনর্বাসন উপকমিটির চেয়ারম্যান রোটা. মো. মোস্তাফিজার রহমান, পিপি রোটারিয়ান এম এ জিন্নাহ, ক্লাব সেক্রেটারি রোটা. শাহীন কাদির, রোটা. নবিউল ইসলাম নয়ন, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল, রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. রেজাউল হক, রোটা. আব্দুল খালেক দুলু, রোটা. সানাউল হক দুলাল, রোটা. অনন্য রফিক, রোটা. শফিকুল ইসলাম, রোটা. আবু তাহের মেজবা, রোটা. মো. মনজুর কাদের, রোটা. হোসনে আরা মনি, রোটারেক্টর আইনুল হক, অফিস সহকারী মো. হাবিব প্রমুখ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে সারিয়াকান্দির বন্যাদুর্গতদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …