মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : রোটারী ক্লাব অব বগুড়ার নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০ বর্ষের জন্য সোমবার ১ জুলাই ২০১৯ইং তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করছেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রোটা. মোরশিদা খাতুন। এছাড়া সেক্রেটারী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন রোটা. মো. শাহীন কাদির, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২০-২১) রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, ভাইস প্রেসিডেন্ট-১ রোটা. ডা. মো. মুনছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট-২ রোটা. রেজাউল হক, জয়েন্ট সেক্রেটারী রোটা. রেজাউল হক বুলু, ডাইরেক্টর ৫ জন যথাক্রমে রোটা. নুরুল বাশার চন্দন, রোটা. আবু সায়েম সরকার, রোটা. নবিউল ইসলাম নয়ন, রোটা. আবু হেনা মোস্তফা কামাল, রোটা. সাজেদুল বারী লিখন, ট্রেজারার রোটা. রফিকুল ইসলাম বুলবুল, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. টিএম মামুন ও রফিকুল ইসলাম রফিক দায়িত্ব নিবেন।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …