ইমরান এইচ মণ্ডল, বাঙালি বার্তাঃ রোনালদিনহো বর্তমানে আর্থিক সমস্যায় আছেন। তাই প্যারাগুয়েতে পুলিশের হাতে আটক হওয়া সাবেক বার্সা বন্ধু রোনালদিনহোকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। ৪ মিলিয়ন ইউরো এবং উকিল নিয়োগ করেছেন দিনহোকে ছাড়ানোর জন্য। এমন খবর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। প্যারাগুয়ের ‘লিবেরো’ নামক একটি গনমাধ্যম এই খবরটি ছড়ায়। তবে এই খবরটি ছিল পুরোপুরি ভিত্তিহীন।
এই খবর যে ভিত্তিহীন সেটা জানিয়েছেন স্বয়ং লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল তারকা বলেন, সারা বিশ্বের ভক্তরা যেভাবে একটি গল্প বানিয়েছে সেটা দুঃখজনক।