মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সকাল ৬ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আমতলীস্থ মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮৭ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০২টি সীম এবং দিনাজপুর হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ড-১১-৪২৭৫ রেজিস্টেশনের ০১টি খালি ট্রাকসহ মাদক ব্যবসায়ী (১) মোঃ শাহিন ফকির (২১), পিতা- মোঃ নবির উদ্দিন ফকির, সাং-কালাই নওদাপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়া এবং (২) মোঃ সাগর আলী (২৪), পিতা- মৃত মুনসুর আলী, সাং-পানকৃষ্ণপুর চরারহাট, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / র্যাবের অভিযানে বগুড়ার শিবগঞ্জে ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Check Also
ধুনটে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। …