আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় র্যাব-১২ এর অভিযানে ৫‘শ পিছ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে র্যাব-১২ এর সার্জেন্ট আলী মোহাম্মাদ ফেরদৌস এর নের্তৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা পৌর এলাকার শাহবাজপুর পাকা রাস্তার উপর থেকে ইসমাইল হোসেন নামের যুবককে আটক করে। ইসমাইল সাঘাটা উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এঘটনায় সোনাতলায় থানায় মাদক আইনে মামলা দিয়ে ইসমাইলকে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী।
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …