শরতের শুভ্র কাশফুলের মাঝে
আমার হৃদয় নৃত্য করে
সাথে উড়ে থোকা থোকা অঘ্রান কাশফুল
পাড়ের নিচে প্রাণবন্ত স্রোতস্বীনি যমুনা
লাল পাড়ে শাড়ি পড়া পুটিগুলো খেলে
জ্যোৎস্না রাতের রুপালি জলে,
নিঝুম চরাচরে ঝিঁ ঝিঁ পোকা ডাকে
পুবাল সমিরণে গান শোনায়
পাড়ভাঙ্গা অথই যমুনার ঢেউ
রবি প্রভাতে মৃদু শিশির ঝরে
শরতের নরম কচি ঘাসের ডগায়
সূর্যের উষ্ণ আভার আশায়,
যমুনার গগন জুড়ে
সফেদ মেঘের আনাগোনায়
নীলে নীল ঐ আকাশের বুকে
ডানা মেলে পাখিদের কুঞ্জন
চিকচিকে বালিকে লেজ নাড়িয়ে
আদর জানায় ইটা পাখিদর সারিবদ্ধ দল,
সাদা মেঘে ভেজে কৃষকের মাঠ
যমুনার দু_পাড় জুড়ে সোনালী ধান ভাসে
ফড়িং উড়ে দিগ্বিদিক জয়ে।
Check Also
শিক্ষার্থীদের মাঝে আলোর প্রদীপ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার (১৭ জুন) বিকালে আলোর প্রদীপ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে “বাহার উদ্দিন দরিদ্র …