ভেবনা বন্ধু, করিওনা মন খারাপ,
কি এমন ক্ষতি কতকদিন হয়ত হয়নি সাক্ষাতে আলাপ।
হয়ত হয়নি দেখা সামনাসামনি কিছুদিন,
থাকুকনা তাহা, সময়ের কাছে হয়ে ঋণ।
তবুও থেকো ঘরেই তোমার নিরাপদ রেখো তোমায়,
সেই সাথে রেখো নিরাপদ তোমার সমাজ ও দেশটায়।
আবার হবে সাক্ষাৎ হবে বন্ধুত্বের মোলাকাত,
প্রকৃতি যখন শান্ত হবে, তুলে নেবে অভিসম্পাত।
আবার হবে আড্ডা, হবে গান সমস্বরে,
আবার হবে জড়ানো তোমায় বন্ধুর বাহুডোরে।
আর কটা দিন নাহয় হলো দুরে দুরেই থাকা,
দায়িত্ব তো সবার মোদের দেশকে নিরাপদ রাখা।
দুরে থেকেই পারি যদি করতে সবার ভালো,
সেকি নয় উত্তম কাজ, আঁধারে জ্বালানো আলো?
এসো তবে সবার তরে থাকব নাহয় দুরে,
এই পৃথিবীর সুন্দর রূপ ফিরে পাবার তরে।
দুরে থেকেই থাকব মোরা সবার কাছাকাছি,
নিজের তরে নয়কো শুধু, সবার তরেই বাঁচি।