কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণ শুনানী অনুষ্ঠিত। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ণ কানু। গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (প্রতিরোধ) মহাপরিচালক, সারোয়ার মাহমুদ। গণ শুনানীতে জনগণের সম্মুখে মুখোমুখী অভিযোগের ভিত্তিতে গণশুনানীতে অংশ নেয় উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিষ্ট্রী অফিস, পল্লী বিদ্যুত সমিতি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজ সেবা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, গণ শুনানীতে অফিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের উদ্যোগ প্রদান করা হয়।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …