কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীরের হস্তক্ষেপে পেঁয়াজের দাম ১০০থেকে ৪০ এ নেমে এসেছে। গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ, মহাস্থান, মোকামতলা, কিচক,আলিয়াহাট,বাজারে মনিটরিং করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর কবির। এ সময় বেশিমুল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি। পরে রবিবারে শিবগঞ্জ হাট সহ অন্যান হাটগুলোতে ৪০টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। এসময় হাটুরেরা আগের দামে পেঁয়াজ ক্রয় করে স্বস্থি ফিরে পায় এবং খুশি হয়ে পেঁয়াজ সহ অন্যান দ্রব্য ক্রয় করে বাড়ী ফিরে । নির্বাহী অফিসার আলমগীর কবীর মানুষের প্রয়োজনীয় দ্রব্য মনিটরিং সহ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডুসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …