কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ব্যাক্তি উদ্যোগে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার আমতলি পূর্ব জাহাঙ্গীরাবাদ বড়বাজার ডাক্তার বাড়ীতে বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট আঞ্চলিক শাখার সভাপতি ও উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের উদ্যোগে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন,উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ঠিকেদার আঃ কাদের, বিশিষ্ট সমাজ সেবক তারাজুল ইসলাম,জুয়েল, হযরত আলি, আঃ আলিম,মুঞ্জরুল, রাজু মিয়া, হান্নু শেখ, ইসমাইল হোসেন, আফজাল হোসেন,জামিল, রাজ্জাক প্রমূখ।
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …