আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের রহবল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির মেধাবি ছাত্র মাহতাব আলী হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ঢাকা-রংপুর মহা সড়কে রহবল বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। নিহতের সহপাঠি কেয়া আক্তার, মিম আক্তার, মিথিলা,লাবনী.বুলবুল ,শাহাদত,নাঈম জানান, মাহতাব একজন মেধাবি ছাত্র ছিল। তাকে নৃশংস ও বর্বরোচিত হত্যার নায়ক সাইফুল ও তার সহযোগীদের অবিলম্বে ফাঁসি চাই। ওই বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান টুটুল জানান, ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্র মাহতাব (১৪) অত্যন্ত মেধাবি ও নম্র স্বভাবের ছিল। তার এমন নির্মম হত্যা আমরা কেউ মেনে নিতে পারছিনা। প্রশাসনের নিকট আমরা এই হত্যার সুষ্ঠু বিচার দাবী করছি। উল্লেখ্য, গত ৮ জানুয়ারী উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে জমি-জমার বিরোধে চাচা সাইফুলের এলোপাথাড়ী মারপিটে ভাতিজা মাহতাব আলী (১৪) গুরুতর আহত হয়। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় গত সোমবার মারা যায়। নিহত মাহতাব আলী কৃষ্ণপুর (মধুপুর) গ্রামের জিয়াউল হকের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামরা দায়ের করলে সোমবার রাতেই মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ফকির (৫৫) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মামলার অপর আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
Check Also
শিবগঞ্জ থানার নবাগত ওসি সিরাজুল ইসলাম
কামরুল হাসান,শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সিরাজুল ইসলাম …