কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ আব্দুল হান্নান হাইস্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে আব্দুল হান্নান প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। জানা গেছে, উপজেলার আটমুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড দোপাড়া আব্দুল হান্নান হাইস্কুলে আগামী ২৪/২/২০ ইং তারিখে ম্যানেজিং কমিটি নির্বাচন হতে যাচ্ছে। আর এতে দুটি প্যানেল অংশ গ্রহণ করছে। আব্দুল হান্নান প্যানেলের সভাপতি প্রার্থী আঃ হান্নানের একমাত্র জামাই রফিকুল ইসলাম বকুল তার ইশতেহারে বলেন, আমি নির্বাচিত হতে পারলে অত্র স্কুলের সকল মেধাবী, গরিব অসহায়, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যায়ন করতে পারবে। তিনি আরও বলেন, শুধু তাই নয় তারা তাদের বিভিন্ন শিক্ষা সফরে বিনা পয়সায় যেতে পারবে এবং অভিভাবকদের নিয়ে প্রতিমাসে মা সমাবেশ করা হবে। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার দুটি মেয়ে একসাথে মারা যায়। তাই আমি আমার হারানে দুটি মেয়েকে এ স্কুলের ছেলেমেয়েদের মাঝে ধারণ করে বাঁকিটা জীবন কাটাতে চাই। নির্বাচনে আব্দুল হান্নান প্যানেলের সদস্য পদে আবুল কাশেম মৃধা-১,আব্দল কুদ্দুস-২,ফজলু প্রামাণিক-৪,সাজু মিয়া-৮,মহিলা সদস্য পদে জান্নাতী-২ প্রতিক নিয়ে নির্বাচন করছে বলে জানা গেছে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / শিবগঞ্জ আব্দুল হান্নান হাইস্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে হান্নান প্যানেলের ইশতেহার ঘোষণা
Check Also
ধুনটে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। …