কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর ইসলামিয়া আলিম মাদরাসা বাংলাদেশের মুক্তি সংগ্রামের আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মাদরাসায় ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘর নামে একটি বাস গাড়িতে এ আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন আলাদীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা রঞ্জন সরকার, উপধ্যক্ষ আখতারুজ্জামান, শিক্ষক তোফাজ্জল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আঃ লতিফ, মোজহারুল ইসলাম, আফতাব উদ্দীন, সুলতান মাহমুদ, আঃ গফুর, উম্মে মারিয়া ও শাহজালাল প্রমুখ। শিক্ষার্থীদের মাদরাসার হল রুমে প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …