কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ও সৈয়াদপুর ইউনিয়নের আওয়ামীলীগের দুটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দেউলি ইউনিয়নের লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাতোন চাকীর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা । উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ। পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল হক দুদু। সাধারণ সম্পাদক সামছুল মোল্লা। জেলা পরিষদের সদস্য আঃ করিম, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামীম। পরে সর্বসম্মতি ক্রমে দেউলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ কমিটিতে মুন্জুরুল ইসলাকে সভাপতি, শ্রী শুশিল চন্দ্র কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অপর দিকে একই ভাবে সৈয়দপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে লাল্টুকে সভাপতি, শাজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Check Also
বগুড়ার সারিয়াকান্দিতে পুনাকের উদ্যোগে ৩৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে ৩৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের …