আহম্মেদ সাব্বির, বাঙালি বার্তাঃ ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, গ্রাম-নগর-প্রাণ-প্রকৃতি সাজাই, পুড়ছে আমাজন -বৃক্ষ লাগাই’ এই স্লোগান কে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী আলোকিত তালতলা সামাজিক সংগঠন ও দড়িহাঁসরাজ স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সপ্তাহ ব্যাপি মধুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।এর অংশ হিসেবে শনিবার সকালে হরিখালী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হরিখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী প্রধান শিক্ষক মোঃআরিফুর রহমান (স্বপন) সহ পশ্চিম তেকানী আলোকিত তালতলা সামাজিক সংগঠন ও দড়িহাঁসরাজ স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য বৃন্দ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, গ্রাম-নগর-প্রাণ-প্রকৃতি সাজাই্, পুড়ছে আমাজন -বৃক্ষ লাগাই …..পশ্চিম তেকানী আলোকিত তালতলা ও দড়িহাঁসরাজ স্টুডেন্ট এসোসিয়েশন
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …