বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ডিগ্রি (পাস) কোর্সের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র, দরিদ্র পরিবারের সন্তান শ্যামসুন্দর শিকদার (২৩) এর দুটি কিডনী বিকল হয়েছে। শ্যামসুন্দর সোনাতলা পৌর এলাকার কানুপুর গ্রামের কাঠ মিস্ত্রী শ্রী চৈতন্য সরকারের ছেলে । প্রায় দেড় বছর আগে শ্যামসুন্দরের দুটি কিডনীর সমস্যা দেখা দেয়। তখন থেকে শুরু হয় তার চিকিৎসা। সেই থেকে তার দরিদ্র বাবা-মা তাদের একমাত্র ছেলের চিকিৎসাব্যয় বহন করে আসছেন। এ পর্যন্ত শ্যামসুন্দরের চিকিৎসার জন্য প্রায় আটলাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন শ্যামসুন্দরের পিতা। এ জন্য জায়গা-জমি,গাছপালা ও গহনা বিক্রি করে এখন তার পরিবার সর্বশান্ত প্রায়। ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে শ্যামসুন্দরের প্রায় দেড় মাস চিকিৎসার পর সেখানকার চিকিৎসক অসুস্থ শ্যামসুন্দর শিকদারকে দুটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। দুটি কিডনী প্রতিস্থাপন করতে প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন শ্যামসুন্দর শিকদারের পরিবারের লোকজন। একমাত্র ছেলের জীবন বাঁচাতে হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছ থেকে সহায়তা কামনা করেছেন শ্যামসুন্দরের পিতা চৈতন্য সরকার। সহায়তা পাঠাবার ঠিকানা- বিকাশ এ্যাকাউন্ট নং ০১৭১৭৯৯৮৬১৮ অথবা সঞ্চয়ী হিসাব নং ০৬০৫৬০১০১৩৭৩২,সোনালী ব্যাংক, বালুয়াহাট শাখা,সোনাতলা, বগুড়া।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সরকারি নাজির আখতার কলেজের মেধাবী ছাত্র শ্যামসুন্দরের দুটি কিডনী বিকলঃ| আর্থিক সহায়তার আহবান
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …